ইনক্লুসিভ শব্দের মধ্যে এলজিবিটি আছে কি নেই, আমি সেই তর্কে আমি যেতে চাই না।

 
এল-জি-বিটি আছে কি নেই, আমি সেই তর্কে আমি যেতে চাই না।


আমার কথা হচ্ছে ইনক্লুসিভ নামক পশ্চিমা শব্দ আমাকে কেন ব্যবহার করতেই হবে ?

বৈষম্য শব্দের বিপরীত কোন শব্দ যদি আমাকে ব্যবহার করতে হয়,
তবে আমি ইনসাফ শব্দ ব্যবহার করবো ।
ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার কথা না বলে, বলুন সমাজে ইনসাফ কায়েম করবো।
ব্যস তর্ক খতম।

আপনাকে অবশ্যই মনে রাখতে হবে-
একটা শব্দ বলতে হলে, আগে আপনাকে বাংলাদেশের গণমানুষের কথা চিন্তা করতে হবে।
ইংরেজী মাধ্যমে পড়া লোক বা বিদেশী ডিগ্রিধারী লোকের কথা চিন্তা করে কথা বলা বাদ দিতে হবে।
বাংলাদেশের শতভাগ মানুষ ইনসাফ শব্দের অর্থ বুঝে, কিন্তু ১% লোকও ইনক্লুসিভ শব্দের অর্থ বুঝে না।
যেই শব্দের অর্থ বাংলাদেশের মানুষ বুঝে না, সেই শব্দ রা-ষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হয়ে কেন বলবেন ?
হ্যা, বলতে পারেন-
“ইনসাফ তো আরবী শব্দ, আর এটা তো বাংলাদেশ। বাংলাদেশে আরবী শব্দ কেন ব্যবহার করবো ?”

আরে ভাই, আপনি তো ইনকিলাব জিন্দাবাদ বলে দেশ স্বাধীন করলেন,
ইনকিলাব আর জিন্দাবাদ কোন দেশী শব্দ ? বাংলাদেশী ??

ইনকিলাব জিন্দাবাদ যত লোক বুঝে, তার থেকে বেশি মানুষ ইনসাফ শব্দ বুঝে।
ইনকিলাব জিন্দাবাদের যদি সমস্যা না হয়ে থাকে, তবে ইনসাফ শব্দেও সমস্যা থাকবে না।
তাই ইনক্লুসিভ শব্দ বাদ দিয়ে সমাজে ইনসাফ কায়েমের কথা বলেন।
সেই শব্দের সাথে আছি।
আর বাংলাদেশের মুসলমানদেরও একটা কথা মনে রাখতে হবে-
লিবারেল-সেক্যুলারদের হাতে শব্দের নিয়ন্ত্রণ দেয়া যাবে না।
শব্দ হচ্ছে ওদের জন্য ঘোলা পানি। যেই পানিতে তারা মাছ শি কার করে।
এর আগে তারা লি ঙ্গ-জে ন্ডার-সে ক্স নিয়ে তারা কি করেছে আমরা তা দেখেছি।
শব্দের নিয়ন্ত্রণ তাই ওদের হাতে না দিয়ে নিজের হাতে নিতে শিখুন।
শব্দের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকলে সেখানে আপনি সুযোগ সুবিধা অনুসারে মাছ শিকার করতে পারবেন।
তাই ইনক্লুসিভ শব্দ পরিহার করে ইনসাফ শব্দ ব্যবহার করুন।

No comments

Powered by Blogger.